ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশু আনাছ নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার 

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১০:২৫, ৯ নভেম্বর ২০২৫
শিশু আনাছ নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার 

আনাছ খান

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া নতুন বাজার এলাকায় আনাছ খান (৫) নামের একটি শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার খোঁজে পরিবারের সদস্য ও স্থানীয়রা দিনভর তৎপর থাকলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

পরিবারের সদস্যদের জানান, শুক্রবার সকাল ৭টার দিকে আনাছ খেলনা সাইকেল নিয়ে বাড়ির সামনে খেলতে বের হয়। কিন্তু ৯টার পরও সে আর ফিরে আসেনি। উদ্বিগ্ন স্বজন ও প্রতিবেশীরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে শিশুটির খেলনা সাইকেলটি স্থানীয় সাজু নামের এক ব্যক্তির বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন।

আনাছের দাদা হাছেন আলী খান বলেন, “আমরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সব জায়গায় খোঁজ নিয়েছি, তবু কোনো খোঁজ পাচ্ছি না। কেউ যদি আনাছের অবস্থান জানেন, অনুগ্রহ করে আমাদের জানান।”

নিখোঁজ আনাছের শারীরিক বর্ণনা অনুযায়ী- তার উচ্চতা প্রায় ২ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা এবং পরনে ছিল হলুদ গেঞ্জি ও কালো হাফ প্যান্ট।

ঘটনার পর শিশুটির দাদা হাছেন আলী খান শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৪৪৫, তারিখ–০৭/১১/২০২৫, ট্র্যাকিং নং–Y70DIC) দায়ের করেন।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন বলেন, “ঘটনাটি জানার পর আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা নিশ্চিত করেছি। আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক, পিপিএম বলেন, “আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, সিসিটিভি ফুটেজ যাচাই চলছে। শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

স্থানীয়রা জানান, আনাছের নিখোঁজে পুরো এলাকায় উদ্বেগের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও তথ্য শেয়ার করে সহায়তার আহ্বান জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে- কেউ যদি আনাছের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে যোগাযোগ করুন: হাছেন আলী খান (দাদা), মোবাইল নম্বর- ০১৮৫৫৩৮৯৮৬৮ এবং মো. ছোলাইমান, মোবাইল নম্বর- ০১৮০৬৮১৬৪৯৮।

ঢাকা/রফিক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়