ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৯ নভেম্বর ২০২৫  
১১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১১ বছর পর ফল আমদানি শুরু হয়েছে। এতে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে ভারতের মালদা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের রপ্তানিকৃত আপেলবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং ২৫ টন আপেল আমদানি করেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘‘দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে, এখনো কোনো আমদানিকারক খালাসের সার্টিফিকেট গ্রহণে আবেদন করেননি। আবেদন পেলেই পরীক্ষণ শেষে দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে, এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে পণ্য খালাস করা যাবে।’’

ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু হওয়ায় ২০১৪ সালের দিকে ফল আমদানি বন্ধ হয়ে যায়। এখনো একই প্রথা চালু রয়েছে। তবে, আমদানিকারকরা আশা করছেন এবার লাভবান হতে পারবেন।

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়