খালেদা জিয়ার সাজে নজর কেড়েছে ছোট্ট ফাতেমা
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন সাজ্জাদ হোসেন লাভলু।
মিছিলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে ছয় বছর বয়সী শিশু ফাতেমা আক্তার। সে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজে সবার নজর কাড়ে। এতে দলীয় তৃণমূল নেতাকর্মীরা বেশ আনন্দিত হন।
ফাতেমা আক্তার শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী কুদ্দুস মাতুব্বরের মেয়ে।
মিছিলে অংশ নেওয়া এক নেতা বলেন, “ফাতেমাকে দেখে মনে হয়েছে আজকের শিবচরের মিছিলে খালেদা জিয়া নিজেই উপস্থিত আছেন। শিশুদের এই ভালোবাসাই প্রমাণ করে—জিয়ার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে আছে।”
ঢাকা/বেলাল/রাজীব