ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা হ্যান্ডকাফসহ ‘উধাও’

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৯ নভেম্বর ২০২৫  
আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা হ্যান্ডকাফসহ ‘উধাও’

গাজীপুরের শ্রীপুরে আটক হওয়ার পর হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন মো. মনির হোসেন (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মনির হোসেন ওই গ্রামের মো. বুজরত আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মনির রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণের মধ্যেই দুইটি মোটরসাইকেলে চারজন সাদা পোশাকধারী লোক এসে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন। এ সময় মনির চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে বাধা দেন। তখন ওই ব্যক্তিরা পরিচয় দিতে গড়িমসি করেন। একপর্যায়ে স্থানীয়দের চাপে তারা ঘটনাস্থল থেকে সরে যান এবং মনিরকে হ্যান্ডকাফসহ লোকজন উদ্ধার করে নিয়ে যায়।

মনিরের মা মনোয়ারা বেগম বলেন, “ছেলেকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা হচ্ছিল। স্থানীয়রা না গেলে হয়তো তাকে আর খুঁজে পাওয়া যেত না। পরে পুলিশ এসে বলে, মনির নাকি তাদের হাত থেকে পালিয়েছে।”

মনিরের বোন মিনারা খাতুন জানান, ঘটনার ১ ঘণ্টা পর রাতে পুলিশ তাদের ভাইয়ের শ্বশুরবাড়ি কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে যান এবং সেখানে ভাইয়ের শ্যালক ফাহাদ হোসেনকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, “আসামিকে আটক করার পর পালিয়ে গেছে।”

তবে তিনি সাদাপোশাকে ছিলেন কি না বা সঙ্গে কতজন পুলিশ সদস্য ছিলেন—এমন প্রশ্নের জবাবে কিছু না বলেই ফোন কেটে দেন। পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “পলাতক মনির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার শ্বশুরবাড়িতে অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

ঢাকা/রফিক/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়