ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে সাত ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৩, ১০ নভেম্বর ২০২৫
ধামরাইয়ে সাত ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে অবৈধ সাতটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে, চারটিকে জরিমানা ও তিনটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সদর উপজেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

রেজওয়ান-উল-ইসলাম বলেন, ‘‘ধামরাইয়ে বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ সাতটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে মেসার্স ডিবিসি ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস, মেসার্স স্টাইল ব্রিকস ও মেসার্স নূর ব্রিকস নামে চারটি ইটভাটাকে তিন লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেসার্স ন্যাম ব্রিকস, মেসার্স ফোর স্টার ব্রিকস ও মেসার্স এইচ এম ব্রিকস নামে তিনটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’’

ঢাকা/সাব্বির/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়