ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর রেল যোগাযোগ সচল

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:১২, ১১ নভেম্বর ২০২৫
ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর রেল যোগাযোগ সচল

ময়মনসিংহের গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার কারণে সেটি বিকল হয়ে পড়েছিল। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। দুই ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর রেল স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেছেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলকারী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। এতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে গেলে বিকল্প ইঞ্জিনে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে ট্রেনটি। পরে বিকল্প ইঞ্জিন নিয়েই শম্ভুগঞ্জ ছেড়ে যায় ওই ট্রেন। 

যান্ত্রিক ক্রুটির কারণে ইঞ্জিনে আগুন লাগে। বিকল ইঞ্জনটি বর্তমানে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে আছে।

ঢাকা/মিলন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়