ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমারে পণ্য পাচারকালে আটক ১৫

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ১১ নভেম্বর ২০২৫  
মিয়ানমারে পণ্য পাচারকালে আটক ১৫

ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে ৫২০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড

পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলু ও নির্মাণ সামগ্রীসহ ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনতে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে সন্দেহজনক একটি ফিশিং ট্রলার তল্লাশি করে ৫ লাখ ২০ হাজার টাকা দামের ৫২০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। তারা অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে এসব পণ্য পাচারের চেষ্টা করছিল।

অন্যদিকে, সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কোস্ট গার্ড চট্টগ্রামে কর্ণফুলি নদীর ওপর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। সেখানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৩ লাখ ১৭ হাজার টাকা দামের ২২০ বস্তা সিমেন্ট, ২০০টি ইট ও ৩ হাজার কেজি লোহার রডসহ দুজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, নৌযান এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়