ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লালপুর থানার ভেতর থেকে মোটরসাইকেল চুরি

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১২ নভেম্বর ২০২৫  
লালপুর থানার ভেতর থেকে মোটরসাইকেল চুরি

লালপুর থানা

নাটোরের লালপুর থানার ভেতর থেকেই থানার বাবুর্চির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। থানার ভেতরে এমন চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানার রান্নাঘরে দায়িত্ব পালনকালে বাবুর্চি আমিরুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়।

থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শুরুর আগে আমিরুল তার পালসার মোটরসাইকেলটি থানার গ্যারেজের সামনে রেখে যান। কিছুক্ষণ পর বাইরে এসে দেখতে পান, মোটরসাইকেলটি নেই। পরে বিষয়টি তিনি থানার কর্মকর্তাদের জানান।

খবর পেয়ে পুলিশ থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তবে কে বা কারা মোটরসাইকেলটি নিয়ে গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। লালপুর থানার ওসি এ বিষয়ে বলতে পারবেন।”

তবে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/আরিফুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়