ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পোরশা উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার 

নওগাঁ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৫ নভেম্বর ২০২৫  
পোরশা উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার 

মোজাম্মেল শাহ চৌধুরী

নওগাঁয় পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতার বিরুদ্ধে প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানা যায়।

আরো পড়ুন:

চিঠিতে বলা হয়, ‘‘দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আপনার দলীয় পদবী স্থগিতসহ দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’’

এ বিষয়ে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, ‘‘সিনিয়র কোনো নেতার বিরুদ্ধে কখনোই মিথ্যা প্রচারণা করিনি। দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করিনি। আমাকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিৎ ছিল।’’ 

তিনি আরো বলেন, ‘‘জেলার নেতারা হুট করে কীভাবে বহিষ্কার করলেন জানা নেই। এভাবে কখনো কাউকে বহিষ্কার করা হয়েছে কি-না, সেটাও আমার জানা নেই।’’
 

ঢাকা/সাজু/বকুল  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়