ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লামায় ইটভাটায় অভিযানকালে সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত ৬৫

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৬, ২০ নভেম্বর ২০২৫
লামায় ইটভাটায় অভিযানকালে সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত ৬৫

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটায় অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে বিজিবি ও পুলিশের ১৫ সদস্য এবং প্রায় ৫০ জন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এ সংঘর্ষ হয়।

ইটভাটার শ্রমিক ও স্থানীয়রা জানিয়েছেন, অভিযানের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে নারী ও শিশুসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানকালে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, সংঘর্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির ছয়টি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইটভাটার ৫  শ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় বিজিবি ও পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন।

এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। এতে অংশ নেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফাজ্জল হোসেন বলেছেন, ঘটনাস্থল থেকে পাঁচ শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাস্থল যেহেতু চকরিয়া থানার আওতায় তাই আটক ব্যক্তিদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেছেন, “ইটভাটার মালিক ও শ্রমিকরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে। অনেকেই আহত হয়েছেন।”

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেছেন, “হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ইটভাটায় অভিযান চালাতে গেলে স্থানীয় লোকজন ও শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সরকারি ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ ও বিজিবির ১৫ সদস্য আহত হন। ফোর্স ব্যবহার না করার নির্দেশ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পিছিয়ে আসে।”

ঢাকা/চাইমং/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়