ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্যকে আটক করেছে বিজিবি

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ২৩:২৪, ২৩ নভেম্বর ২০২৫
মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্যকে আটক করেছে বিজিবি

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে এসে বিজিবির হাতে আটক হয়েছেন মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ সদস্য। এর মধ্যে চারজন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এবং একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য।

রবিবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাছবুনিয়া পাড়ায় সীমান্ত পিলার ৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে তারা আশ্রয় নেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের শান রাজ্যের মোমেকে শহরে বাসিন্দা কোকো সেইন (৩৫), আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা সোয়েথু রা (৩৮), আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা অং সান হতু (২৫), আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা কিয়াও জায়ের লিন (৩২), এবং দেশটির ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা মিন মিন উ (৪১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাংলাদেশ সীমান্ত হয়ে মিয়ানমারের ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাংলাদেশে প্রবেশ করে। ঘুমধুম সীমান্তবর্তী লাগোয়া গাছবুনিয়া পাড়ায় তারা আশ্রয় নিয়েছিলেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে।  

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৫ সদস্য বিজিবির হেফাজতে আছে।’’  
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক বলেন, ‘‘বাংলাদেশে আশ্রয় নিয়েছে এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের আটক করেছে। তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি। থানায় হস্তান্তর করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/চাইমং//

সর্বশেষ

পাঠকপ্রিয়