ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ১৭

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৯, ২৫ নভেম্বর ২০২৫
বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ১৭

হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ এক ব্যক্তি

নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।

গত রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। সোমবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী নেওয়ার পথে মারা যান মোজাফফর হোসেন (৩৮)। তিনি আগ্রাদ্বিগুন গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে আগ্রাদ্বিগুন গ্রামের আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩০০ জনের খাবার আয়োজন ছিল। খাবার খাওয়ার পর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পেটে ব্যাথ্যা ও বমি শুরু হয়। অনেককেই দল বেঁধে ছুটতে থাকেন টয়লেটে। একে একে অনেকে অসুস্থ হলে সোমবার সকালে তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মোজাফফর হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথে মোজাফফরের মৃত্যু হয়।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “পোলাও খাওয়ার পর অসুস্থ হয়ে ১৮জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ১৭ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। একজন রাজশাহী যাবার পথে মারা গেছেন বলে জেনেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে হয়েছে।”

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “ঘটনাটি আমাদের জানা ছিল না। আপনাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাক/সাজু/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়