ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা সংবাদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৩৩, ২ ডিসেম্বর ২০২৫
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

পূর্বশত্রুতার জের ধরে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের বাংলাদারীর মাঠে সোহেল (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২ ডিসেমম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। 

হোসেল সদর উপজেলার বেলগাছি গ্রামের বকচর পাড়ার আশরাফুল গাছির ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সদর উপজেলার বেলগাছি গ্রামের বাংলাদারীর মাঠে সোহেল (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

তিনি জানান, সোহেলের বাবা একজন গাছি। তিনি গ্রামের মাঠে খেজুরগাছ কেটে রস সংগ্রহ করে গুড় তৈরি করতেন। সোহেল এ কাজে তার বাবাকে সহযোগিতা করতেন। এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়