ঢাকা     শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নলডাঙ্গায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৬, ৩ জানুয়ারি ২০২৬
নলডাঙ্গায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

উদ্ধারকৃত পেট্রোল বোমা

নাটোরের নলডাঙ্গা উপজেলার একটি সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে এসব বিস্ফোরক উদ্ধার হয়।

আরো পড়ুন:

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিউল আযম জানান, মহিষমারী ব্রিজ সংলগ্ন নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের পাশে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে সেখান থেকে পাঁচটি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার  করে। উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। 

তিনি জানান, কে বা কারা এসব রেখে গেছে তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়