ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন বাতিল ৪ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৩, ৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন বাতিল ৪ প্রার্থীর

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১০ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

চট্টগ্রাম জেলা প্রশাসনের রিটার্নিং অফিসারের তথ্যমতে, যে ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন; ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টির একাংশ), এস এম ফজলুল হক (স্বতন্ত্র), ব্যারিস্টার শাকিলা ফারজানা (স্বতন্ত্র) এবং মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ (স্বতন্ত্র)।

রাজনৈতিক দলের মনোনয়ন সংক্রান্ত ত্রুটির কারণে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া, প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিকভাবে প্রমাণ করতে না পারায় অপর তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

এদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ মোখতার আহমদ সিদ্দিকীর মনোনয়নপত্র অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন; ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (বিএনপি), মাওলানা রফিকুল ইসলাম (ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ), মাওলানা নাছির উদ্দিন মুনির (বাংলাদেশ খেলাফত মজলিস), মাওলানা মতিউল্লাহ নুরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মো. আলাউদ্দিন (বাংলাদেশ লেবার পার্টি)।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, “বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সে অনুযায়ী বৈধ ও অবৈধ প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়।”

ঢাকা/রেজাউল/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়