ছবি তুলতে গিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল একজনের
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাসিরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে একটি বন্য হাতি আবদুস ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় কৌতূহলবশত তিনি হাতিটির ছবি তুলতে কিছুটা পেছনে যান। সেই সময় আশপাশে কুকুরের ডাকাডাকিতে হাতিটি উত্তেজিত হয়ে উঠে। একপর্যায়ে তেড়ে এসে ছালামকে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য উবাচিং মার্মা জানান, বন্য হাতির আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে এলাকাবাসীকে নিয়ে হাতিটিকে তাড়িয়ে দেওয়া হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
বাইশারী সাংঙ্গু রেঞ্জ কর্মকর্তা নুর হোসেন বলেন, ‘‘বন্য হাতির আক্রমণের একজনের মৃত্যুর বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’
ঢাকা/চাই মং/রাজীব