ঢাকা     মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৪৪, ৩ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি টহল দল অভিযান পরিচালনা করে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃদ জিরার মূল্য ১৮ লাখ টাকা।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল চুনারুঘাট-সাতছড়ি সড়কে তেলিয়াপাড়ায় অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। 

পরে একটি বালুর ট্রাক আসতে দেখে তারা থামিয়ে তল্লাশী করে ট্রাকে বালুর মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ভারতীয়  জিরা উদ্ধার করে। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।  

একইসঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তানজিলুর রহমান। 

ঢাকা/মামুন//

সর্বশেষ

পাঠকপ্রিয়