ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সম্মিলিত ইসলামী ব্যাংক: দুই দিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, জমা ৪৪ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:২৯, ৫ জানুয়ারি ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংক: দুই দিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, জমা ৪৪ কোটি টাকা

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

চালু হওয়ার পর প্রথম দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা, এছাড়া ৪৪ কোটি টাকার বেশি নতুন আমানত জমা হয়েছে। যা গ্রাহকদের আস্থার প্রতিফলন। এসব নতুন আমানতকারী ইচ্ছামতো যেকোনো সময় টাকা তুলতে পারবেন। তারা বাজারে চলমান ইসলামী ব্যাংকিং রেট অনুযায়ী প্রতিযোগিতামূলক মুনাফাও পাবেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নুরুন নাহার, নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, আরিফ হোসেন খান ও সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান আইয়ুব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, “সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত গ্রাহকদের আস্থার জায়গায় নিয়ে এক থেকে দুই বছরের মধ্যে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি নতুন নতুন গ্রাহক যুক্ত করাই আমাদের লক্ষ্য। গত দুই দিনে নতুন করে ৪৪ কোটি টাকা আমানত এসেছে। এর মধ্যে এক্সিম ব্যাংকে ২৪ কোটি ২৬ লাখ টাকা, ইউনিয়ন ব্যাংকে ১৫ কোটি ২৪ লাখ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকে ৩ কোটি ৪৯ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৪৮ লাখ টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে ৬২ লাখ টাকা জমা হয়েছে। দুই দিনে ব্যাংকগুলোতে মোট ১৩ হাজার ৩১৪টি উত্তোলন লেনদেন হয়েছে।”

তিনি বলেন, “শরিয়াহভিত্তিক মুনাফার হার বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান ও নতুন পণ্য একীভূত করে গ্রাহকদের জন্য নতুন নতুন শরিয়াহসম্মত পণ্য চালু করা হবে। বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।”

আহসান এইচ মনসুর বলেন, “বিভিন্ন ধরনের শঙ্কা ও ভয়ভীতি ছিল।দেশ-বিদেশের অনেক পরামর্শক নানা আশঙ্কার কথা বলেছিলেন। কিন্তু আমরা সেগুলো অতিক্রম করতে পেরেছি। আমাদের গল্পটা ইতিবাচক এবং যে ডাটা পাচ্ছি তা আমাদের আস্থা আরো বাড়াচ্ছে।”

তিনি বলেন, “ব্যাংকটির সামনে তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি ফেরানো। এছাড়া ইউটিলিটি বিল পরিশোধসহ সব ধরনের ডিজিটাল সেবা নির্বিঘ্ন করা। একই সঙ্গে ব্যাংকটির খরচ কমানো ও আয় বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।”

গভর্নর বলেন, “সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি হলো সমন্বিত আইটি সিস্টেম চালু করা, যার জন্য বাংলাদেশ ব্যাংকের আইটি টিম কাজ করছে। অন্যটি হলো পাঁচটি ব্যাংকের অতীত অনিয়ম খতিয়ে দেখতে ফরেনসিক অডিট। তবে একই সঙ্গে দক্ষ ও সৎ কর্মকর্তারা যেন নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে কাজ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।”

তিনি বলেন, “পাঁচটি ব্যাংককেই ফরেনসিক অডিটের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে কোথায় কীভাবে টাকা গেছে এবং কারা দায়ী তা চিহ্নিত করা হবে। অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি কর্মকর্তা হোন বা উদ্যোক্তা কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তথ্য-প্রমাণ সরবরাহ করা হবে।”

গভর্নর বলেন, “সম্মিলিত ইসলামী ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় থাকলেও পরিচালিত হবে বেসরকারি ব্যবস্থাপনায়। এটি কোনো সরকারি পে-স্কেলে চলবে না। নতুন ও বিদ্যমান কর্মকর্তাদের বেতন হবে বেসরকারি ব্যাংকিং কাঠামোর আওতায়। পাঁচটি ব্যাংকের ভিন্ন ভিন্ন বেতন কাঠামো একীভূত করে একটি ইউনিফাইড স্কেলে নেওয়া হবে।”

তিনি জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৯ জানুয়ারি। এ উপলক্ষে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হবে। তার আগেই সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং এক সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এরই মধ্যে রেজুলেশন স্কিম জারি করা হয়েছে। সেই নির্দেশনা অনুসারে আমানতকারীদের সঙ্গে ব্যাংকের লেনদেন চলছে।নতুন বোর্ড গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে। প্রাথমিকভাবে সরকারি প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠন করা হয়েছে এবং শিগগিরই স্বতন্ত্র পরিচালকসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার ও আইন বিশেষজ্ঞ যুক্ত হয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হবে।

ঢাকা/নাজমুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়