ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ভারতে গিয়ে খেলতে হবে, না খেললে পয়েন্ট কাটা’ ভিত্তিহীন বলল বিসিবি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:২৩, ৭ জানুয়ারি ২০২৬
‘ভারতে গিয়ে খেলতে হবে, না খেললে পয়েন্ট কাটা’ ভিত্তিহীন বলল বিসিবি

মাঠের খেলা গড়িয়েছে রাজনীতিতে। তীব্র শীতে যখন কাঁপছে দেশ, তখন বাড়তি উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট নিয়ে এই রাজনীতি। উগ্রপন্থীদের হুমকির মুখে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ঘটনার ঘনঘটা। বলাবাহুল্য ঘটনার সঙ্গে রটনার সম্পর্ক চিরকালের। হচ্ছেও তাই। সামাজিক যোগাযোগমাধ্যম যেন ফুটন্ত কড়াই। 

একজন ক্রিকেটারকে ভারত যদি নিরাপত্তা দিতে না পারে, সেখানে জেনেবুঝে পুরো দল যায় কী করে? মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় বিসিবি।

অন্যদিকে আইসিসির স্পষ্ট ভাষ্য, বাংলাদেশ দলের নিরাপত্তার বিষয়ে কোনো হুমকি বা কোনো কার্যকর তথ্য তারা পায়নি। ফলে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার এই অনুরোধ তারা ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলেই ভাবছে। 

কপালে দুশ্চিন্তার ভাঁজ বিসিবির আগে থেকেই ছিল। এরই মধ্যে শোনা গেল আইসিসির কর্কশ কণ্ঠ। শোনা গেল, নাকি শোনানো হলো সে প্রশ্নও রয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর বরাতে জানা গেল, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে। ভেন্যু সরবে না- কাভি নেহি! 

শুধু তাই নয়, আইসিসি ও বিসিবির ভার্চুয়াল কলে এই সিদ্ধান্ত নাকি আইসিসি বিসিবিকে জানিয়েও দিয়েছে!

একেই বুঝি বলে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম উধাও! বিসিবি ক্রিকইনফোর এই প্রতিবেদন ‘ভিত্তিহীন’ দাবি করেছে। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন রাইজিংবিডিকে বুধবার সকালে বলেন, ‘‘আইসিসি থেকে এমন কোনো নির্দেশনা আসেনি। আমাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে সেখানে কোথাও বলা হয়নি ভারতে গিয়ে খেলতে হবে কিংবা না খেললে পয়েন্ট কাটা পড়বে। এটা ভিত্তিহীন খবর।’’

‘‘সিকিউরিটি কনসার্ন নিয়ে তারা ডিটেইল জিজ্ঞাসা করেছে। আমরা আজকে তাদের এ বিষয়ে বিস্তারিত জানাব,’’ বলেন নাজমুল। 

স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে, ভারতে বিশ্বকাপ খেলতে নিজেদের না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে গত রবিবার আইসিসিকে মেইল করে বিসিবি। দুটি চিঠি দেওয়া হয়। প্রথমটি ভারতের নিরাপত্তা পরিকল্পনা জানতে চেয়ে। পরেরটি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন চেয়ে।  

এখন দেখার বিষয় ক্রিকেট নিয়ে দু’দেশের এই উত্তেজনায় আরো কী কী খবর রটে এবং শেষ পর্যন্ত কী ঘটে? তবে এটাও ভুলে যাওয়া ঠিক হবে না- যা রটে তা কিছুটা হলেও বটে!

ঢাকা/তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়