পুলিশ গেলে নিজেই পাইপগান বের করে দেন আ.লীগ নেতা
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারিকুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
বানারীপাড়া থানা পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ঘর তল্লাশি করতে চাইলে আওয়ামী লীগ নেতা নিজেই আলমারি থেকে একটি অবৈধ পাইপগান, ৮টি কার্তুজ, ২টি দেশীয় ছেনা, ১টি রামদা বের করে দেন। আত্মরক্ষার জন্য অস্ত্রগুলো নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন তিনি।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘‘গ্রেপ্তার তারিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন ও সংরক্ষণের দায়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারিকুলের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না ক্ষতিয়ে দেখা হচ্ছে।’’
ঢাকা/পলাশ/রাজীব