খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
ঢাকার খিলক্ষেতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, চন্দন দাস পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। সকালে খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
চন্দন দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ভৈরব নগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সুরেশ দাস।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা