আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বিশ্বকে কম নিরাপদ করে তুলছে: জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিস জানিয়েছে, বিশ্ব সম্প্রদায়কে স্পষ্ট করে বলতে হবে যে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আর এই লঙ্ঘন বিশ্বকে কম নিরাপদ করে তুলছে। মঙ্গলবার অফিসের প্রধান মুখপাত্র রাভিনা শামদাসানি সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন।
মার্কিন বাহিনী শনিবার এক আকস্মিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছে। তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাসবাদসহ চারটি ফৌজদারি অভিযোগ রয়েছে এবং মাদুরোর ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জানিয়েছে, এটা স্পষ্ট যে এই অভিযান আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে লঙ্ঘন করেছে, যেখানে বলা হয়েছিল রাষ্ট্রগুরো কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা বল প্রয়োগ করবে না।
অফিসের প্রধান মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হয়ে এক কণ্ঠে এই বিষয়ে জোর দেওয়া উচিত।”
তিনি জানান, মানবাধিকারের বিজয় তো দূরের কথা, সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তার কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রতিটি দেশকে কম নিরাপদ করে তোলে।
তিনি বলেন, “এটি একটি সংকেত পাঠায় যে ক্ষমতাবানরা যা খুশি তাই করতে পারে।”
মুখপাত্র জানান, ভেনেজুয়েলার ভবিষ্যৎ কেবল তার জনগণকেই নির্ধারণ করতে হবে। অস্থিতিশীলতা এবং আরো সামরিকীকরণ সেখানে মানবাধিকার পরিস্থিতিকে আরো খারাপ করবে।
ঢাকা/শাহেদ