ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই জেলায় বিজিবির কম্বল বিতরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ৬ জানুয়ারি ২০২৬  
দুই জেলায় বিজিবির কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কনকনে শীতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সীমান্ত লাগোয়া ফতেপুর বিওপির দায়িত্বপূর্ণ কুকড়িপাড়া গ্রামে বিজিবি রাজশাহী সেক্টর ও চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা দেওয়া হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এছাড়াও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নীলফামারী
নীলফামারীতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার ডোমার উপজেলার বোগদাবুড়ি ইউনিয়নের আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম ২৫০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

ঢাকা/শিয়াম/সিথুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়