স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি: সৈয়দা রিজওয়ানা হাসান
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইটের ব্যবহার বৃদ্ধি করতে পারলে এর প্রকৃত সুফল পাওয়া যাবে। স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘‘রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির (বিএসসিএল) সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।’’
তিনি মন্ত্রণালয়সমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত ডায়ালগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবু তাহের মো. জাবের, সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ড. মো. এমদাদ উল্ল্যাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান।
ঢাকা/এএএম//