ঢাকা     মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ৪ জানুয়ারি ২০২৬  
পাবনায় বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ 

খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় একটি পরিবার

পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। উত্তরের হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। ঠান্ডার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনেক স্থানে খড়কুটোয় আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে তাদের। 

ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, রবিবার (৪ জানুয়ারি) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার পাবনায় ছিল এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

আরো পড়ুন:

এদিকে, দুপুরের পর কুয়াশা কেটে রোদ উঠলেও শীত কমছে না। ছিন্নমূল আর দরিদ্র্র মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 

শীতের কারণে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে অর্ধ শতাধিক রোগী নিউমোনিয়া ও ডাইরিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যাই বেশি। হাসপাতালের হিসাব রক্ষক সোহেল রানা এ তথ্য জানান। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়