লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, বললেন আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আমির হামজা বলেছেন, ‘‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, যা এখন পর্যন্ত হয়নি। কি হবে জানি না। তবে, আশা করি ২২ জানুয়ারির পর শতভাগ ঠিক হয়ে যাবে।’’
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, ‘‘প্রত্যেক প্রার্থী ও দলের লোকজন নির্বাচন অফিসের নির্দেশনা মেনে চললে নির্বাচন সুষ্ঠু হবে।’’
নির্বাচনে শঙ্কা জানিয়ে তিনি বলেন, ‘‘আপনারা জানেন, কুষ্টিয়া সদর থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল। সে সময় থানার অস্ত্র লুট হওয়ায় আমরা আতঙ্কে আছি। অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। সেই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র আসাসহ অন্যান্য বিষয়গুলো বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কুষ্টিয়ার ৪টি আসনে ছয়জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
ঢাকা/কাঞ্চন/রাজীব