বরিশাল-৩
নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্যারিস্টার ফুয়াদ। ভিডিও থেকে নেওয়া ছবি
নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য সমর্থক ও এলাকাবাসীর কাছে আর্থিক সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি) প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ওরফে আসাদুজ্জামান ভূঁইয়া।
রবিবার (৪ জানুয়ারি) রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করেন। ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক।
এর আগে, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা একইভাবে নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন। সে সময় তিনি মাত্র ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা অনুদান পেয়েছিলেন। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেন।
ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ জানান, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা জরুরি হয়ে পড়েছে।
তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই চলমান। এই সংগ্রাম শত শত শহীদের রেখে যাওয়া আমানত। শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়তে ইনসাফ ও আজাদীর পথে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জনতার টাকায় জনমুখী রাজনীতি প্রতিষ্ঠায় যারা আর্থিকভাবে সহযোগিতা করতে ইচ্ছুক, তাদের জন্য বিকাশ ও নগদ নম্বর এবং ব্যাংক হিসাব প্রকাশ করা হয় ওই ফেসবুক পোস্টে।
ঢাকা/পলাশ/মাসুদ