আগের সব নির্বাচনে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে: ইসি সানাউল্লাহ
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘‘বিগত সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে শুধু নির্বাচন কিংবা নির্বাচন কমিশনই নয়, বরং দেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে।’’
সোমবার (৫ জানুয়ারি) বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, ‘‘আগামী নির্বাচনে সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কোনো রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় থেকে কোনো পক্ষে কাজ করা যাবে না। নির্বাচন কমিশন চায়, এই নির্বাচন হোক দেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক জাতীয় নির্বাচন। মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করেছে। এখন থেকেই সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কোনো অবস্থাতেই যেন নির্বাচন বিঘ্নিত, নষ্ট বা বিতর্কিত না হয়।’’
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/চাই মং/রাজীব