শীতে কাঁপছে গোপালগঞ্জ, শঙ্কায় বোরো চাষ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। সূর্যের দেখা না মেলায় দিনভর শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
তীব্র শীতে কৃষকরা জমিতে যেতে পারছেন না। ফলে ভরা বোরো মৌসুমে আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। কোথাও কোথাও বীজতলা নষ্ট হওয়ার খবরও পাওয়া গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এদিকে শীত বাড়ায় জেলার বিভিন্ন স্থানে গরম কাপড়ের দোকানে ভিড় দেখা গেছে।
তীব্র শীতের কারণে জেলায় শীতজনিত রোগও বাড়ছে। ঠান্ডা, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। চিকিৎসা নিতে হাসপাতালে ভিড় করছেন তারা।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ঘন কুয়াশা দিনের মধ্যভাগ পর্যন্ত থাকতে পারে এবং উত্তরের হিমেল হাওয়ায় শীত আরো বাড়তে পারে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সরজয় কুমার কুন্ডু জানান, ঠান্ডা ও কুয়াশার কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবীতেশ বিশ্বাস বলেন, “শীত বেশি পড়ায় জেলায় ঠান্ডাজনিত রোগের দেখা দিয়েছে।” শিশু ও বয়স্কদের সবসময় গরম কাপড় পরিয়ে রাখা এবং গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহারের পরামর্শ দেন তিনি।
ঢাকা/বাদল/জান্নাত