বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩০০ নেতাকর্মী
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়িতে এনসিপির প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় তিনি বিএনপিতে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরাসহ ১৯ জন পদধারী নেতা। এছাড়া, বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় তিনশ কর্মী।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির দক্ষিণাঞ্চল ও তিন পার্বত্য জেলার সংগঠক মনজিলা ঝুমা বলেন, ‘‘যারা বিএনপিতে যোগদান করেছেন, তারা দলেন কেউ না। আর ওমরধন চাকমা, আব্দুর রহমান, বিপ্লব ত্রিপুরা ও নিরোপন চাকমা এক সময় এনসিপিতে ছিলেন। এক সপ্তাহ আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের শোকজ ও বহিষ্কার করা হয়েছে।’’
ঢাকা/রূপায়ন/রাজীব