গাইবান্ধায় বালুভর্তি দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধায় বালুভর্তি দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজারের পূর্বে রংপুর-বগুড়া সড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চান মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক নাসিরুদ্দিন জানান, রংপুর থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি আরেকটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকে কোনো লোকজন ছিল না।
ঢাকা/মাসুম/রাজীব