চট্টগ্রামে ঝুলন্ত শিশুর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার দুই আসামি
চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার এলাকার একটি বাসা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র্যাব-৭-এর মিডিয়া বিভাগ থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। গত শনিবার রাতে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, লালখান বাজারে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম জানান, লালখান বাজার এলাকার ভাড়া বাসার একটি কক্ষ থেকে চতুর্থ শ্রেণির শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের আলামত আছে কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, বুধবার রাতে এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
ঢাকা/রেজাউল/মাসুদ