ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুবকের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মামলা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫৭, ১১ জানুয়ারি ২০২৬
যুবকের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মামলা

ভুক্তভোগী এক শিক্ষার্থী।

পটুয়াখালীর বাউফলে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে একই সঙ্গে দুই স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শনিবার (১০ জানুয়ারি) রাতে থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। 

অভিযুক্ত অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।

আরো পড়ুন:

অভিযোগ সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থীর মধ্যে একজন অনিকের বান্ধবী। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অনিক তার বান্ধবীকে বাসায় ডাকেন। ওই মেয়ে তার অপর এক সহপাঠীকে নিয়ে অনিকের বাসায় যান। এসময় বাসায় অনিক ছাড়া কেউ ছিলেন না।

সেখানে অনিক দুই মেয়েকে ধর্ষণ করেন। চিৎকার দিলে দুজনকেই মেরে ফেলার হুমকি দেন তিনি। ঘটনার পর থেকে অনিক পলাতক। 

দুই শিক্ষার্থী জানায়, বাসায় যাওয়ার পর অনিক তাদের অনেক ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়। এমনকি তাদের মারধরে চেষ্টা করে। তাই তারা প্রাণ ভয়ে কোনো শব্দ করেননি। প্রথমে অনিক তার বান্ধবীকে ধর্ষণ করেন। পরে বান্ধবীর সহপাঠীকে ধর্ষণ করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‍“দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়