ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী আব্দুল মোবিন

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১১ জানুয়ারি ২০২৬  
প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী আব্দুল মোবিন

ডা. মোহাম্মদ আবদুল মোবিন।

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। 

রবিবার (১১ জানুয়ারি) সকালে শুনানিতে তার আপিল করা আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

আরো পড়ুন:

এর আগে হলফনামায় স্বাক্ষর-সংক্রান্ত ত্রুটির কারণে যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়। পরে তিনি প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন। 

আপিলে প্রার্থিতা বৈধ ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে ডা. মোহাম্মদ আবদুল মোবিন লিখেন, “আলহামদুলিল্লাহ, চাঁদপুর-২ জামায়াতের নমিনেশন আপিল শুনানিতে আমার নমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মতলবের সর্বস্তরের জনগণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। লড়াই হবে ইনসাফ প্রতিষ্ঠার।”

 এই ঘোষণার পর চাঁদপুর-২ আসনের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা বলছেন, আপিলের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ডা. মোহাম্মদ আব্দুল মোবিন বলেন, ‘‘আমার হলফনামায় একটা স্বাক্ষর বাদ পড়েছিলে। এজন্য জেলাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে মনোনয়নপত্র বৈধতা চেয়ে আপিল করলে ১১ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টায় আমার মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করে নির্বাচন কমিশন।’’  

ডা. মোহাম্মদ  আব্দুল  মোবিনের প্রার্থিতা বৈধ হওয়ায় চাঁদপুর-২ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
 

ঢাকা/জয়/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়