ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জুয়েল আর নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১২ জানুয়ারি ২০২৬  
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জুয়েল আর নেই

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে জুয়েলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় স্থানীয় মসজিদের সামনে তারা দ্বিতীয় জানাজা হয়। পরে তাকে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।

আরো পড়ুন:

সহকর্মীরা জানান, রবিবার বিকেল ৫টার দিকে জুয়েল বুকে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন। দ্রুত স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তাকে একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। রাতে আবার অসুস্থতা বাড়লে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।

সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন মুন্সীগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়