ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাফ নদীতে ‘মাইন বিস্ফোরণ’, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:০০, ১২ জানুয়ারি ২০২৬
নাফ নদীতে ‘মাইন বিস্ফোরণ’, যুবকের পা বিচ্ছিন্ন

আহত যুবককে কাঁধে করে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে পুঁতে রাখা ‘মাইন বিস্ফোরণে’ আবু হানিফ (২২) নামে এক যুবকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।   

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

আহত যুবকের পরিবারের ধারণা, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ আহত হয়েছেন।

আহত হানিফ লম্বাবিল এলাকার ফজল করিমের ছেলে। 

আহতের বাবা ফজল করিম জানান, সকালে শাহজাহানের দ্বীপে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যায় তার ছেলে। নদীতে নামার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হানিফ গুরুতর আহত হয়। বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অপর পায়েও আঘাত লাগে। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন থেকেই এ বিস্ফোরণ ঘটেছে। 

তিনি আরো জানান, স্থানীয়রা হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনা সম্পর্কে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার বিষয়ে সীমান্তে দায়িত্বরত বিজিবির সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়