ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রাম সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১৮, ১২ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে গুলির করার পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রৌমারী উপজেলা সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা থেকে ওই যুবককে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি ওই ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার গভীর রাতে রৌমারী উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে নো-ম্যান্সল্যান্ডে যায় ২০-২৫ জনের একটি চোরাকারবারি দল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। চোরাকারবারি চক্রের অন্য সদস্যরা সরে গেলেও মিস্টার আলীকে ধরে ফেলে বিএসএফ। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেছেন, ওই যুবকের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি। তবে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। কিন্তু, তারা কোনো উত্তর দেয়নি। 

ঢাকা/বাদশাহ্/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়