ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিনিরাইল মাছের মেলায় তরুণকে কুপিয়ে জখম

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২৪, ১৬ জানুয়ারি ২০২৬
বিনিরাইল মাছের মেলায় তরুণকে কুপিয়ে জখম

আয়তুল্লাহ।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল মাছের মেলায় আয়তুল্লাহ (২০) নামে এক তরুণকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন:

এর আগে, গত বুধবার সন্ধ্যায় জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আয়তুল্লাহর বাবা আবু তালেব জানান, পূর্ব বিরোধের জেরে জুনায়েদ দেওয়ান, এমরান, তাওহীদ, মোস্তাকিনসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আয়তুল্লাহর ওপর হামলা চালায়। এ সময় চাইনিজ কুড়ালের আঘাতে তার ছেলের ডান হাতের পাঁচটি আঙুল মারাত্মক জখম হয়।

আহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে আয়তুল্লাহর বিরোধ সৃষ্টি হয়েছিল। বিষয়টি তখন সামাজিকভাবে মীমাংসা হলেও সেই ঘটনার জেরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়