ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৬ জানুয়ারি ২০২৬  
মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

নোয়াখালীর মাইজদীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৪) ও একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)। সম্পর্কে তারা বন্ধু।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দুই বন্ধু মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথে একটি মুরগিবাহী পিকআপ তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও পিকআপ ভ্যানের চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অভি দেব নাথকে মৃত ঘোষণা করেন। পিকআপ ভ্যানের চালক ও হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে হৃদয় মারা যান।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/সুজন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়