ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোর-৩ আসনে এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:২৯, ১৮ জানুয়ারি ২০২৬
নাটোর-৩ আসনে এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

প্রার্থী পরিবতনের দাবিতে সিংড়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের মনোনীত এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুকে পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় সিংড়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

আরো পড়ুন:

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাই শহীদ রিদয়ের বাবা রাজু আহমেদ, শহীদ সোহেল রানার বাবা আব্দুল মোতালেব, জুলাই যোদ্ধা মেহেদী হাসান, বায়েজিদ বোস্তামী এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ইলিয়াস বিন আলমিনসহ সিংড়ার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ও পরবর্তী সময়ে জার্জিস কাদির বাবু শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেননি। কোনো ধরনের সহানুভূতি কিংবা সহযোগিতাও করেননি। ফলে তাকে জুলাই আন্দোলনের চেতনার প্রতিনিধি হিসেবে মানতে পারছেন না তারা।

বক্তারা অভিযোগ করেন, জার্জিস কাদির বাবু বিভিন্ন সময়ে সুবিধাবাদী ভূমিকা পালন করেছেন এবং রাজনৈতিক স্বার্থে একাধিক দল পরিবর্তন করেছেন।

তাদের দাবি, তিনি একজন লোভী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। যিনি জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করেন না। সিংড়ার সাধারণ মানুষের কাছেও তিনি অপরিচিত বলেও মন্তব্য করেন বক্তারা।

জুলাই যোদ্ধারা বলেন, এই ধরনের ব্যক্তিকে নাটোর-৩ আসনে প্রার্থী হিসেবে বহাল রাখা হলে জনগণের কাছে ১০ দলীয় জোট প্রশ্নবিদ্ধ হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা ব্যাহত হবে। তাই দ্রুত প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা।

ঢাকা/আরিফুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়