ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য’

নাঈমা ফেরদৌস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য’

শিক্ষকতা এবং চিকিৎসা নিঃসন্দেহে সমাজের সম্মানজনক ও সেবামূলক পেশা। এসব পেশার মানুষকে সবাই নিশ্চিন্তে বিশ্বাস করে। দেশ ও সমাজের জন্য এরা নিবেদিত প্রাণ।

পৃথিবীর এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত তখন ডাক্তারদের ওপর মানুষ তার সর্বশেষ ভরসা করবে এটাই স্বাভাবিক। অথচ করোনা মহামারিতে মানুষের জীবন নিয়ে প্রতারণায় মেতে উঠেছে ডাক্তারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দিয়ে তৈরি করছে জাল সার্টিফিকেট!

সম্প্রতি ইতালির প্রভাবশালী ইল মেসেজেরো ( দ্য মেসেঞ্জার) প্রত্রিকায় "বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেট" নিয়ে প্রকাশিত প্রধান শিরোনাম জনমনে ভীষণভাবে দাগ কেটেছে। গেলো সপ্তাহে ইতালিতে যাওয়া একটি বিশেষ ফ্লাইটের ২১ জন যাত্রী করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর দেশটির প্রভাবশালী সব পত্রিকার প্রধান শিরোনামে নেতিবাচকভাবে বাংলাদেশের খবর প্রকাশিত হয়েছে।

এতে ইতালিতে নতুন করে যেমন স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে তেমনি বাংলাদেশি প্রবাসীদের সম্মানহানী হয়েছে। বর্তমানে সাত দিনের জন্য বাংলাদেশ থেকে সব ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সত্যিকারের রিপোর্ট না পেয়ে নমুনা প্রদানকারীরা এদেশেও কতই না ভোগান্তির শিকার হবেন তা বলার অপেক্ষা রাখে না। এভাবেই দিন দিন বাড়ছে করোনা ভয়াবহতা। এটি লজ্জাজনক ঘটনা এবং খুবই আপত্তিকর।

কারা ছিলেন এসব ভুয়া রিপোর্ট প্রদানের পেছনে? সোনার দেশকে, দেশের মানুষকে গোটা বিশ্বের কাছে ভুয়া, বাটপার, প্রতারক, অসচেতন, মিথ্যা প্রমান করল কারা? কতটুকু অমানবিক নিষ্ঠুর হলে একজন ডাক্তার নামক অমানুষ দিনকে দিন করোনার ভুয়া রিপোর্ট প্রদান করতে পারেন?এমন হাজারো প্রশ্নের মুখে রবিবার গ্রেফতার হয়েছেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর কার্ডিয়াক ইউনিটের ডাক্তার সাবরিনা আরিফ।

এর আগে করোনা রিপোর্ট কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হন জেকেজি’র আরিফসহ ৬ জন। হাজারো মানুষকে ভুয়া সার্টিফিকেট দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে সাবরিনা। সরকারি চাকুরীতে থেকেই জেকেজি’র চেয়ারম্যান পদে ছিলেন তিনি। এমন আরও অনেক খবর অহরহ প্রকাশিত হচ্ছে জাতীয় দৈনিক গুলোতে।

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা কাজে জড়িত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং স্টাফদের খাওয়া বাবদ এক মাসে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা! এই ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়। এই খরচ অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

গত বছর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনের আসবাব ও প্রয়োজনীয় মালামাল কেনাকাটায় ৬২ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার দুর্নীতি হয়েছে বলে সরকারি তদন্তে উঠে এসেছে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য নির্মিত বহুতল ভবনের ফ্ল্যাটগুলোর জন্য ১,৩২০টি বালিশ কেনা হয়েছে, যার প্রতিটির মূল্য দেখানো হয়েছে প্রায় ৬ হাজার টাকা। প্রতিটি বালিশ নিচ থেকে উপরে বহন করার খরচ দেখানো হয়েছে ৭৬০ টাকা। ঐ ঘটনায় ৩৪ জন প্রকৌশলী দায়ী ছিলেন বলে জানা গেছে।

দূর্নীতি কি এখানেই শেষ? দূর্নীতির শেকড় বহুদূর।  যদিও শিক্ষক জাতি গড়ার কারিগর। কিছু অসাধু শিক্ষক প্রশ্নপত্র ফাঁস করেন। বাড়তি টাকা নিয়ে পরীক্ষার ফরম পূরণ করান। ফেল করা ছাত্রদের পাশ করান। টাকার বিনিময়ে জিপিএ ফাইভ ফলাফল ও নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেন। এগুলো এখন সাধারণ ঘটনা।

দূর্নীতির সাথে জড়িত সমাজের এসব লোকজনের অধিকাংশই বিভিন্ন পেশায় নিয়োজিত উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ। এরা দেশ ও জনগণের শত্রু। এদের চেয়ে পথের মুুুুচি ও রিক্সাওয়ালারা অধিকতর দেশপ্রেমিক। নীতিবান। কেননা, একজন মুচি বা রিক্সাওয়ালা দূর্নীতি করে দেশকে কলুষিত করেনা। যদিও এদের গ্রন্থগত বিদ্যা এবং প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই। প্রকৃতপক্ষে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণে নিজেকে সপে দেওয়া।

যদি সে উদ্দেশ্যের বিপরীত কিছু আমাদের প্রাপ্তি হয় তাহলে অশিক্ষাই মঙ্গলজনক। এমন দূর্জন বিদ্বান কারও কাম্য নয়। বঙ্গবন্ধু এমন সোনার বাংলা আশা করেননি। আমাদের নতুন প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছি আমরা? এরা কি এসব কুকর্ম থেকে কুশিক্ষা অর্জন করছে না? আবাল- বৃদ্ধ-বণিতা নির্বিশেষে সবাই এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

খারাপ কাজ তা সে যত বড় শিক্ষিত লোকের দ্বারাই হোক না কেন অবশ্যই পরিত্যাজ্য। দুর্জন বিদ্বান হলেও তার ভেতরের কু-প্রবৃত্তিগুলো তাকে খারাপ কাজের প্ররোচনা যোগায়। চারিত্রিক গুণাবলি বিদ্যার চেয়েও দামী। তাই প্রকৃত অর্থে দুর্জন বিদ্বানের চেয়ে চরিত্রবান। অশিক্ষিত ব্যক্তি তাদের তুলনায় অনেক ভালো। যে শিক্ষা মানুষকে মানবীয় গুণাবলি এনে দিতে ব্যর্থ। তা প্রকৃত শিক্ষা নয়। সেই শিক্ষিত যে দূর্নীতি করে না। যে বিনয়ী, মানুষের অসহায়ত্ব অবস্থা যাকে পীড়িত করে, অন্যায়ের বিরুদ্ধে যাকে প্রতিবাদ করতে শেখায়। বিপদে যে এগিয়ে আসে। দুর্জনের সঙ্গে থেকে ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে। তাই দুর্জনের সঙ্গ পরিত্যাজ্য। “সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।” যুগে যুগে এমন দুর্জন বিদ্বানকে সবাই পরিত্যাগ করেছে।

লেখক: প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, দাউদকান্দি।


ঢাকা/মাহফুজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ