চবি সিন্ডিকেটের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি শিবিরের
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় জরুরি সিন্ডিকেট সভায় পাস হওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে শাখা ছাত্রশিবির।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীদের ‘এই মুহূর্তে দরকার, সন্ত্রাসীদের গ্রেপ্তার’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘এই মুহূর্তে দরকার, নিরাপদ ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “স্থানীয়দের হামলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক । তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। আমাদের আজ সমাবেত হওয়ার কারণ- গতকাল (২ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, “এই ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে আমরা দাবি জানিয়েছিলাম। সিন্ডিকেটে সেই দাবি পাস হয়েছে। প্রশাসনকে অবশ্যই এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।”
ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি বলেন, “চবিতে গত ৫ বছরে স্থানীয়দের সঙ্গে ২০টিরও বেশি সংঘর্ষ হয়েছে। কিন্তু কোনো প্রশাসনই এর কার্যকর সমাধান করতে পারেনি। আমরা ভেবেছিলাম এই প্রশাসন তা পারবে, কিন্তু তারাও পারেনি। সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।”
তিনি বলেন, “প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত। সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভায় আবাসন, নিরাপত্তা, আহতদের চিকিৎসা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারসহ বিভিন্ন বিষয়ে মোট ১৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা/মিজান/মেহেদী