ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একটা লোককে ভিপি বানাতে ডাকসুর আয়োজন: মেঘমল্লার বসু

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৭, ১ সেপ্টেম্বর ২০২৫  
একটা লোককে ভিপি বানাতে ডাকসুর আয়োজন: মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন আয়োজনে আইনি কোনো বাধা নেই।

নির্বাচন নিয়ে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ‘একটা লোককে ভিপি বানাতে ডাকসু আয়োজন করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু। তিনি ডাকসু নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী।

আরো পড়ুন:

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন।

মেঘমল্লার বসু লিখেছেন, “একটা লোককে ডাকসুর ভিপি বানানোর জন্যই ডাকসু আয়োজন করা হইতেসে। এক সেশনে দুইবার এমফিলে ভর্তি নেওয়া হইতেসে। সেই লোক আবার ক্যামেরায় আইসে বলতেসে ডাকসুর কাজ নেতা প্রোডিউস করা না।”

তিনি বলেন, “বর্তমানে দাঁড়ায়ে যে যত বড় অরাজনৈতিকতার ধ্বজাধারী, তত বড় রাজনৈতিক এজেন্ডা তার, এটাই বাস্তব। কিছু লোক ইলেকশানে দাঁড়ই হইসেন প্রেশার গ্রুপের কাজ করতে। পার্টিকুলার কিছু অর্গানাইজেশনের অনুকূলে যেন সবকিছু থাকে, অন্য প্যানেলে দাঁড়ায়ে সেটা এনশিওর করতে।”

তিনি আরো বলেন, “সেপ্টেম্বরের ৫-৬ তারিখ হলো শুক্র আর শনিবার। ৭ তারিখ থেকে পরীক্ষা এবং ক্লাস বন্ধ। ৬ দিনের ছুটি দেওয়ার অর্থ হইল পোলাপানরে পক্ষান্তরে ট্যুর প্ল্যান করতে বলা। ৪০ হাজার শিক্ষার্থীর এক তৃতীয়াংশও ভোট দিতে আসবে না এটা বুঝাই যাইতেসে। আমরা বলছিলাম পরীক্ষা বন্ধ দেন, যেন প্রার্থীরা প্রচারণা করতে ও ভোটাররা প্রচারণা শুনতে পারে।”

“ক্লাস চালু রাখেন, যেন পোলাপানের ক্যাম্পাসে থাকার ন্যূনতম ইন্সেন্টিভ থাকে। ৭ তারিখের পর এমনই প্রচারণা বন্ধ। ৭ তারিখ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ কইরে কার উপকার করলেন? কার দাবি মানলেন?,” -লেখেন বসু।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়