ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘শত শব্দে বঙ্গবন্ধু’ মন্তব্য লিখন প্রতিযোগিতা

মুনজুরুল ইসলাম নাহিদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘শত শব্দে বঙ্গবন্ধু’ মন্তব্য লিখন প্রতিযোগিতা

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শত শব্দে বঙ্গবন্ধু’ শীর্ষক মন্তব্য লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি। 

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর শোককে কীভাবে শক্তিতে পরিণত করা যায় এ নিয়ে মন্তব্য লিখতে হবে ১০০ শব্দের মধ্যে। মন্তব্য করতে হবে সংগঠনটির ফেসবুক পেজে (Rotaract club of Islamic University, Kushtia) দেওয়া পোস্টের কমেন্ট বক্সে।

আগামী ১৯ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। ২০ আগস্ট প্রকাশিত হবে ফলাফল। সেরা মন্তব্যের ভিত্তিতে ১০ জনকে প্রদান করা হবে সনদ ও পুরস্কার। বিজয়ী নির্ধারণে বিচারকদের বিচারে ৭৫ শতাংশ এবং কমেন্টে রিঅ্যাক্টে ২৫ শতাংশ নম্বর বিবেচিত হবে।

প্রতিযোগিতাটির উদ্দেশ্য সম্পর্কে বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি রাইহান বাদশা রিপন বলেন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে কী ভাবছে তরুণ প্রজন্ম? দেশপ্রেম এবং দেশ গড়ার প্রেরণায় তারা কীভাবে উদ্বুদ্ধ হচ্ছে জাতির পিতার জীবনাদর্শ, উন্নয়ন দর্শন, প্রেরণাময়ী ভাষণ এবং ভাবনায়? এই সব বিষয়ে তরুণ প্রজন্মকে জানানোর জন্য আমারা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।

ইবি/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়