ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিদেশি শিক্ষার্থী ফেরানো শুরু করেছে নিউজিল্যান্ড

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১৭ নভেম্বর ২০২০  
বিদেশি শিক্ষার্থী ফেরানো শুরু করেছে নিউজিল্যান্ড

কোভিড-১৯ এর কারণে আটকে পড়া বিদেশি শিক্ষার্থীদের ফেরানো শুরু করেছে নিউজিল্যান্ড। গত মাসে দেশটির সরকার ঘোষিত নতুন সীমান্ত উন্মুক্তকরণের আওতায় ফেরার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের প্রথম দলটি নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরএনএইচ।

দেশটির আটটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘ইউনিভার্সিটি অফ নিউজিল্যান্ড' জানিয়েছে, ১৯৪ জন যোগ্য শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে ভিসা প্রক্রিয়া শুরু করতে অনুমতি দেয়া হয়েছে। চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, ভিয়েতনাম, ইরান, পাকিস্তান, নাইজেরিয়া, ইতালি ও ফ্রান্সের শিক্ষার্থীরা প্রথম দফায় আসার সুযোগ পেয়েছে। তবে, শিক্ষার্থীরা সকলেই আসতে পারবে কিনা তা জানতে আরও চার সপ্তাহ সময় লাগবে।

এছাড়াও, ২৫০ জন আন্তর্জাতিক পিএইচডি এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিউজিল্যান্ডে পড়াশোনায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটি।

তবে ফিরে যেতে হলে তাদের কাছে ভিসা ও ২০২০ সালে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাগজ থাকতে হবে। তাদের। পিএইচডি এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণায় মেডিকেল, ভেটেরিনারি, ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয় থাকতে হবে।

ঢাকা/নোবেল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়