Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৬ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১১ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মাভাবিপ্রবির কর্মশালা

মাভাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ জুন ২০২১  
বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মাভাবিপ্রবির কর্মশালা

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মাটির উর্বরতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের কর্মশালা হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল গ্রামে এ কর্মশালা হয়।

ধলেশ্বরী নদীর তীরবর্তী বেগুনটাল গ্রামের কৃষি জমি বেলে মাটি ও লবণাক্ত, যাতে জৈব উপাদান কম। কর্মশালায় রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করে কিভাবে বেলে ও লবণাক্ত জমির উর্বরতা বৃদ্ধি করা যায়, তা হাতে-কলমে শেখানো হয়।

কর্মশালায় এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম-আল-মামুন আবাদি জমিতে কৃষকদের হাতে-কলমে শিক্ষা দেন। 

এসময় বিভাগের প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হকসহ অন্য শিক্ষক-শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।

শুভ দে/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়