Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৭ ১৪২৮ ||  ১২ সফর ১৪৪৩

আগস্টের প্রথম প্রহরে কুবিতে মোমবাতি প্রজ্বলন

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১ আগস্ট ২০২১  
আগস্টের প্রথম প্রহরে কুবিতে মোমবাতি প্রজ্বলন

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোমবাতি প্রজ্বলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের একাংশ (ড. দুলাল- ড. জুলহাস)। 

রোববার রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এসময় ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত হওয়া তার পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের প্রধান মো. রশিদুল ইসলাম শেখ, আইন বিভাগের প্রধান মো: আবু বকর ছিদ্দিক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল ইসলামসহ প্রমুখ।

শরীফ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়