ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ববিতে কুইজ প্রতিযোগিতা

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১ আগস্ট ২০২১  
ববিতে কুইজ প্রতিযোগিতা

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুইজের বিষয় ‌‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। কেবল বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, শেষ হবে তারিখ ১০ আগস্ট। কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট সকাল ১১ টায়। 

অংশগ্রহণ করতে আগ্রহীদের লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে- http://quiz.bu.ac.bd

অংশগ্রহণের নিয়মাবলী

১. শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

২. রেজিস্ট্রেশনের জন্য গুগল ফর্মটি আগামী ১০ আগস্টের মধ্যে পূরণ করতে হবে। 

৩. কুইজ অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট সকাল ১১টায়। যারা রেজিস্ট্রেশন করবেন, তাদের কুইজে অংশগ্রহণ করার জন্য লিঙ্ক প্রতিযোগিতা 
শুরু হওয়ার আগে ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। কুইজে ৩০টি প্রশ্ন থাকবে। কুইজ দেওয়ার সময়সীমা ৩০ মিনিট। ১১.৩০ মিনিটে কুইজের উত্তর জমা দেওয়ার লিঙ্ক বন্ধ করে দেওয়া হবে। 

অংশগ্রহণকারীদের জন্য যা যা থাকবে

১. প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে পার্টিসিপেশন সার্টিফিকেট। 

২. প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ১০ জনের জন্য থাকবে সার্টিফিকেট ও বিশেষ কিছু উপহার ।

মাসুম/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়