ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাস ভাড়া বৃদ্ধিতে গবি শিক্ষার্থীদের ক্ষোভ 

গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:৫৮, ৮ নভেম্বর ২০২১
বাস ভাড়া বৃদ্ধিতে গবি শিক্ষার্থীদের ক্ষোভ 

ডিজেলের দাম বৃদ্ধি করায় বাসের ভাড়া জনপ্রতি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে প্রজ্ঞাপনও জারি হয়েছে। ভাড়া নিয়ে সাধারণ জনগণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) একাধিক শিক্ষার্থী অফলাইন-অনলাইনে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মধ্যে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মহসীন হোসাইন বলেছেন, ‘ভাড়া বাড়ানোর জন্য আন্দোলন না হয়ে হওয়া উচিৎ ছিল জ্বালানি তেলের দাম কমানোর। এ দেশে আমজনতার বেঁচে থাকার কোনো অধিকার নাই।’ 

আইন বিভাগের আরেক শিক্ষার্থী মামুন আহমেদ বলেছেন, ‘জ্বালানি মন্ত্রণালয় ফুলটস একটি বল দিয়েছে। আর পরিবহন মালিকেরা সপাটে ছক্কা পিটিয়েছেন। বেচারা দর্শকদের এখন মাঠের গ্যালারিতে বসার সুযোগও নেই। গ্যালারিতে দর্শক থাকল কি না, তাতে সরকারের কী যায় আসে?’

ফার্মেসি বিভাগের ফারুক আলম ফেসবুকে লিখেছেন, ‘ফুলটস বলে ছক্কা মেরে দিলো।  অথচ কারো চেতনা ফিরবে না।’ 

ফার্মেসির আরেক ছাত্র ও অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি পবিত্র কুমার শীল লিখেছেন, ‘সবকিছুতে সিন্ডিকেট সফল, জনগণ শুধু পণ্য এখানে। দেশের নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার যখন করোনার ক্ষতি পোষাতে লড়াই করছে। তখনই ভোজ্য তেল, খাদ্য পণ্যসহ সব কিছুর মূল্য বৃদ্ধি করা হলো। কফিনের শেষ পেরেকটা মারা হলো এই পরিবহন ব্যয় বৃদ্ধি করে।’

ইইই বিভাগের মুশফিকুর রহমান শাওন বলেন, ‘যারা প্রতিদিন ঢাকা যাতায়াত করেন, তারা ভালোভাবেই জানেন, গাবতলীর পরে যেসব লোকাল বাস চলাচল করে, তার ৯৯ শতাংশ গ্যাসে চলে। ডিজেলের দাম বাড়লে ভাড়া বাড়বে ডিজেলচালিত গাড়িতে। জনগণ সচেতন হলে গ্যাসের গাড়িতে ভাড়া বেশি দেবে না।’

উল্লেখ্য, রোববার (৭ নভেম্বর) বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং বাস মালিকদের সভায় বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত আসে। তারপর সন্ধ্যা থেকে ঢাকার টার্মিনালগুলোতে বাস ছাড়তে শুরু করে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে।

রাকিব/মাহি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়