ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

‘জেন্ডার সমতাকে প্রাধান্য দিলে টেকসই উন্নয়ন সম্ভব’

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৮ মার্চ ২০২২  
‘জেন্ডার সমতাকে প্রাধান্য দিলে টেকসই উন্নয়ন সম্ভব’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে জেন্ডার সমতাকে প্রাধান্য দিতে হবে, তবেই টেকসই উন্নয়ন সম্ভব।’

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে নোবিপ্রবিতে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য এ কথা বলেন।

উপাচার্য আরও বলেন, নারীদের সবসময় সম্মানের চোখে দেখতে হবে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। মায়ের স্বাস্থ্য ঠিক থাকলে জাতির স্বাস্থ্য ঠিক থাকবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সঠিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে।’ 

দিবসটি উপলক্ষে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,  আইআইএসের পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

আরও ছিলেন রেজিস্ট্রার (অ.দা.) জসীম উদ্দিনসহ অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতা, দপ্তর প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। 

ফাহিম/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়